চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মীর মোহাম্মদ আরমান হোসাইনকে (৩৫) পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সলিমপুর ইউনিয়নের মৃত মোতাহের হোসেনের ছেলে ও ছিন্নমূলের বাসিন্দা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল পাঁচ নং সমাজের লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের শ্যালক মো. আরিফ বলেন, ‘দলীয় কোন্দলের জের ধরে তাঁর ভগ্নিপতিকে হত্যা করা হয়। হাসপাতালে নেয়ার পথে আরমান তাঁকে জানান, ফকির হাটের রোকন মেম্বার গ্রুপের আল আমিন, জসিম, মিল্লাদ ও নলা কাশেম সহ কয়েকজন তাকে ডেকে নিয়ে চুরকাঘাত করে। তার চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে চা পান করছিলেন আরমান হোসাইন। এ সময় তার মোবাইল ফোনে একটি কল এলে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর বাঁচাও বাঁচাও চিৎকার শুনে স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন, তার পায়ের রগ কাটা এবং শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহৃ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সলিমপুর ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘কে বা কারা খুন করছে, তা এখনো জানতে পারিনি। কিন্তু তার মোবাইল ফোনে যে কল দিয়ে ডেকে নিয়েছে, তাকে চিহ্নিত করতে পারলে সব তথ্য বেরিয়ে আসবে।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর জানান, ‘জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আরমান হোসাইন নামে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে, মামলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Discussion about this post